• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অবৈধভাবে পাথর উত্তোলন করায় শিক্ষকসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা

বান্দরবান প্রতিনিধি

  ১৯ জুন ২০১৯, ১০:০২

বান্দরবানের লামা উপজেলার বিভিন্ন পাহাড় ও ঝিরি থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকারী দুই শিক্ষকসহ ৩৯ ব্যবসায়ীর বিরুদ্ধে পৃথক দুটি এজাহার দাখিল করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের বান্দরবান শাখার পরিদর্শক নাজনীন সুলতানা নীপা বাদী হয়ে এজাহার দাখিল করেন।

এজাহারে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর এলাকার ৯ জন ও কাঁঠালছড়া এলাকার ১৭ জন পাথর ব্যবসায়ীসহ অজ্ঞাতনামা আরও ১৩ জন ব্যবসায়ীকে বিবাদী করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মামলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক ও একজন সহকারি শিক্ষকও রয়েছেন।