• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের ডিসি অফিস ঘেরাও, সড়ক অবরোধ

নড়াইল প্রতিনিধি

  ১৬ জুন ২০১৯, ১৩:৪৬

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক প্রদেশ কুমার মল্লিককে অভিভাবক কর্তৃক লাঞ্ছিতের প্রতিবাদে আজ রোববার (১৬ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে করে বিক্ষুব্ধ ছাত্ররা। পরে নড়াইল-যশোর সড়ক অবরোধ করে তারা। এসময় কয়েকজন বিক্ষুব্ধ ছাত্রকে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় সন্ত্রাসীরা।

গেল ১৫ জুন সকালে শিক্ষক প্রদেশ কুমার মল্লিক তার প্রাইভেট কোচিংয়ে এক ছাত্রীকে মারধর করেন। এ ঘটনা বাড়িতে বললে ছাত্রীর বাবা স্থানীয় ঠিকাদার মঈনউল্লাহ দুলু ওই শিক্ষককে বাড়ি থেকে কলার ধরে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসেন। এ ঘটনা জানাজানি হলে ছাত্ররা উত্তপ্ত হয়ে ওঠে।

বিক্ষুব্ধ ছাত্ররা শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় ডিসি অফিস ঘেরাও ও সড়ক অবরোধ করে। একঘণ্টা সড়ক অবরোধের পর প্রশাসনের হস্তক্ষেপে ছাত্ররা রাস্তা ছেড়ে গেলেও স্কুলের গেটে বিক্ষোভ অব্যাহত রাখে।

ছাত্রদের দাবী, শিক্ষককে মারধর করা হয়েছে, সকল ছাত্রের সামনে ওই অভিভাবকের শিক্ষকের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক বরার চেষ্টা চলছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh