• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কন্টেইনার জটে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে

কাজী মনজুরুল ইসলাম, চট্টগ্রাম

  ১৬ জুন ২০১৯, ১১:২৩

ঈদের লম্বা ছুটিতে পণ্য খালাসে ধীরগতির কারণে কন্টেইনার জটের মুখে পড়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। এ অবস্থায় ক্ষতির সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা। জটলা কাটাতে এক সপ্তাহেরও বেশি সময় লাগতে পারে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

ছুটির কারণে আমদানি করা পণ্যবাহী কন্টেইনারে ভরে গেছে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডগুলো। বিশ ফুট দৈর্ঘ্যের প্রায় ৪৪ হাজার কন্টেইনার জমে গেছে। এসব কন্টেইনার দ্রুত ডেলিভারি না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বন্দর কর্মকর্তারা জানান, এই কন্টেইনার জট কাটিয়ে উঠতে আরও এক সপ্তাহেরও বেশি সময় লাগবে।

ঈদের ছুটি ও প্রাকৃতিক দুর্যোগের ফলে প্রতিনিয়ত যে ভোগান্তি হচ্ছে এর থেকে পরিত্রাণ পেতে সমন্বয় করে পরিকল্পনা করার কথা বলছেন বন্দর ব্যবহারকারীরা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh