• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

মাহবুবুর রহমানের নকশায় কমবে ৬০ ভাগ যানজট!

পাবনা প্রতিনিধি, আরটিভি

  ১৫ জুন ২০১৯, ১১:৩৬

রাজধানীর অসহ্য এক সমস্যার নাম যানজট। যা প্রতিদিন নষ্ট করছে লাখ লাখ কর্মঘণ্টা। এবার এ সমস্যা থেকে মুক্তি দিতে ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের নকশা তৈরি করেছে পাবনার ছেলে ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান। বিশেষজ্ঞরা বলছেন, এই নকশা দিয়ে ঢাকার রাস্তার যানজট ৬০ ভাগ কমিয়ে আনা সম্ভব।

পাবনার সাঁথিয়া উপজেলার ভদ্রকোলার ছেলে ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান। ঢাকার এই যানজট সমস্যা নিরসনে ২০১৩ সাল থেকে কাজ করে তৈরি করেছেন ট্রাফিক কন্ট্রোল সিস্টেম নকশা।

এখানে প্রত্যেক গাড়ির জন্য আলাদা লেন ব্যবহার করা হয়েছে যাতে করে ইউলুপ টার্নের মাধ্যমে গাড়ির গতি সামান্য কমিয়ে সেপারেশন রোডের মাধ্যমে নির্দিষ্ট লেনে পৌঁছাতে পারবে। যেখানে ট্রাফিক পুলিশের কন্ট্রোল ছাড়াই স্বাভাবিকভাবে চলতে পারবে গাড়িগুলো।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী তন্ময় দাস বলেন, স্মার্ট পদ্ধতিতে ডেমো তৈরির এই রাস্তায় কোনও রকম ট্রাফিক সিগন্যাল ছাড়াই চলতে পারবে প্রাইভেট কার ও যাত্রীবাহী বাস।