• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

টহলরত অবস্থায় বজ্রাঘাতে বিজিবি সদস্যের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

  ১৫ জুন ২০১৯, ১০:৫৯

নীলফামারীতে সীমান্তে টহলরত অবস্থায় কামরুল হাসান (৩৫) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার রাতে ঠাকুর সীমান্তে পশ্চিম ছাতনাই ডাঙ্গাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত কামরুল ইসলাম ৫১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বালাপাড়া কোম্পানি কমান্ডারের আওতায় ঠাকুরগঞ্জ বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার বড় পাঙ্গাসি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

৫১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে ঠাকুর সীমান্তের পশ্চিম ছাতনাই ডাঙ্গাপাড়া নামক স্থানে নায়েক কামরুল হাসান (৬৬৭১৪) ও সৈনিক ইয়াছিন টহল দেয়ার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই কামরুল নিহত হন। আহত হন সৈনিক ইয়াছিন। তাকে রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
কিডনি দিয়ে স্বামীকে বাঁচানো ববিতার প্রাণ গেল ছিনতাইকারীদের হাতে
মৃত্যুর কারণ জানা গেল মহাসড়কে পড়ে থাকা সেই হাতির
তীব্র গরমে বছরে ১৯ হাজার শ্রমিকের মৃত্যু
X
Fresh