logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯, ৩০ কার্তিক ১৪২৬

ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ডিস ক্যাবল অপারেটর কর্মীর

নওগাঁ প্রতিনিধি
|  ১৪ জুন ২০১৯, ০৯:৩৫ | আপডেট : ১৪ জুন ২০১৯, ০৯:৪৪
নওগাঁর বদলগাছী উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে উপজেলার বদলগাছী-পত্নীতলা সড়কের আবহাওয়া অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রেজাউল হক (৪০)। তিনি উপজেলার বড় আখিরা গ্রামের ফজলুল হকের ছেলে এবং ডিস ক্যাবল অপারেটর কর্মী হিসেবে বদলগাছীতে কাজ করতেন।

নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক একেএম মুরশেদ জানান, বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে রেজাউল হক  বদলগাছী থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বদলগাছী আবহাওয়া অফিসের সামনে একটি বালুবোঝাই ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা রেজাউলের মরদেহ উদ্ধার করে বদলগাছী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়