• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম উপায়ে অজগরের জন্ম

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১৩ জুন ২০১৯, ১৫:৪২

চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম পরিবেশে নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত ইনকিউবেটরে জন্ম নিয়েছে ২৬টি অজগর ছানা। সঠিক তাপমাত্রায় পরিচর্যার পর বুধবার (১২ জুন) অজগরের ডিম ফুটে বাচ্চা বেরোতে থাকে।

আজ বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর পর্যন্ত ডিম থেকে বেরোয় ২৬টি বাচ্চা। বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাৎ হোসেন শুভ।

তিনি বলেন, প্রায় ৬০ দিন ধরে হাতে তৈরি ইনকিউবিটরে রাখা ডিম ফুটে এসব অজগর ছানার জন্ম হয়েছে।

চিড়িয়াখানায় খাঁচায় মোট ২০টি অজগর আছে। তারা ৩৫টি ডিম পাড়ে।

আরটিভি অনলাইনকে তিনি আরও বলেন, প্রথমে ডিমগুলো সাপের কাছে ছিল। পরে সাপের খাঁচা থেকে ডিমগুলো সংগ্রহ করে হাতে তৈরি ইনকিউবিটরে ৬০ দিন ধরে বিভিন্ন তাপমাত্রায় রেখেছিলাম। তার মধ্যে নয়টি ডিম নষ্ট হলেও ২৬টি ডিম ফুটে অজগর ছানা জন্ম নিয়েছে।

শাহাদাৎ আরও বলেন, বাংলাদেশে কোনও চিড়িয়াখানায় এভাবে শাপের ডিম সংগ্রহ করে বাচ্চা উৎপাদন করেনি। আমরা পরীক্ষামূলকভাবে কাজটি করে সফল হয়েছি।

সাপের বাচ্চাগুলো পর্যায়ক্রমে প্রাকৃতিক বন বা অভয়ারণ্যে ছেড়ে দেয়া হবে বলেও জানান তিনি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্ঘাত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি : ড্যানি সিডাক (ভিডিও)
বাড়িতে অজগর পুষছেন সৃজিত
কলেজের সামনে ঘুরছিল ১২ ফুট লম্বা অজগর
X
Fresh