• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বেড়েই যাচ্ছে ট্রেনে পাথর ছোড়ার ঘটনা

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

  ১৩ জুন ২০১৯, ১৩:০৬

দেশের পশ্চিমাঞ্চলের রেল পথগুলোতে আশঙ্কাজনকভাবে বেড়েছে পাথর ছোড়ার ঘটনা। এতে একদিকে ঘটছে যেমন গুরুতর আহত হবার ঘটনাসহ জীবনহানি অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। রেল বিভাগের উদাসীনতার কারণে এ ধরনের ঘটনাগুলো ঘটছে বলে অভিযোগ উঠেছে।

সারাদেশে রয়েছে ২ হাজার ৯শ’ কিলোমিটার রেলপথ। এর মধ্যে পূর্বাঞ্চলের ৫টি ও পশ্চিমাঞ্চলের ১৫টি জেলায় রেলে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে বেশি।

পশ্চিমাঞ্চলের সিরাজগঞ্জ, চাটমোহর, লালমনিরহাটসহ ২৯টি স্থানে এই ধরনের ঘটনা বেশি ঘটে থাকে বলে জানা যায়। পাথর ছোড়ার ফলে ইতোপূর্বে পুলিশের এক কর্মকর্তা নিহতসহ অনেকেই হতাহত হয়েছেন।

গত ৫ মে সিরাজগঞ্জে ছোড়া পাথরের আঘাতে জিসান নামে ৫ বছরের এক শিশু গুরুতর আহত হয়। একইদিন পাকশি-ঈশ্বরদী রেল সড়কের মাঝামাঝি স্থানে ছোড়া পাথরের আঘাতে আহত হয় জুথি নামে ১২ বছরের এক কিশোরী।

পুলিশ বলছে, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য সচেতনতামূলক কর্মসূচী তারা শুরু করেছেন।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হারুন মজুমদার বলেন, বিষয়টি নিয়ে আমরা সচেতনতামূলক সভা করছি। লিফলেট বিতরণ, মসজিদে প্রচারসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি।

রেল বিভাগের বিভাগের দাবী বিষয়টিকে তারা বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রত্যেকটা ঘটনা আমরা গুরুত্ব নিয়ে দেখছি। রেলওয়ে পুলিশকে আমরা জানিয়েছি। তারা মামলা নথিভুক্ত করেছেন। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তবে সব মহলে সচেতনতা বাড়ানো গেলে এসব ঘটনা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জিএ/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh