itel
logo
  • ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২০, ২২ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৪৪ জন, আক্রান্ত ৩২০১ জন, সুস্থ হয়েছেন ৩৫২৪ জন: স্বাস্থ্য অধিদপ্তর

গভীর রাতে বোমা বিস্ফোরণ

মেহেরপুর প্রতিনিধি
|  ১৩ জুন ২০১৯, ০৯:৩১
মেহেরপুরে গভীর রাতে দুটি বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার (১৩ জুন) সকালে মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয় থেকে এই বোমা উদ্ধার করা হয়।

জানা গেছে, আমতৈল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার (১৩ জুন) গভীর রাতে পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে যায়। খবর পেয়ে সকালে হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় বিদ্যালয় ভবনের বারান্দা থেকে অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার করা হয়।

স্থানীয় হেমায়েতপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই শাকিল বলেন, বোমা বিস্ফোরণের আলামত ও অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 

স্থানীয়রা জানায়, আমতলা গ্রামের পরেই আলমডাঙ্গা ও মিরপুর উপজেলার অবস্থান। তিন জেলার সীমান্তবর্তী এই এলাকায় একসময় সন্ত্রাসীদের চরম দাপট ছিল। সে সকল সন্ত্রাসীরা এখন না থাকলেও তাদের অনুসারী অনেকে রয়ে গেছে। যারা এখন এলাকায় সক্রিয় কাজকর্ম চালিয়ে যাচ্ছে। এদের দিকে নজর দিলেই বোমা বিস্ফোরণ ও বোমা রাখার হোতাদের বিষয় সন্ধান পাওয়া যেতে পারে।

এসএস

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৬৫৬১৮ ৭৬১৪৯ ২০৯৬
বিশ্ব ১১৫৮৪৮৭৪ ৬৫৫২২৯২ ৫৩৭৩৬২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়