• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

গভীর রাতে বোমা বিস্ফোরণ

মেহেরপুর প্রতিনিধি

  ১৩ জুন ২০১৯, ০৯:৩১

মেহেরপুরে গভীর রাতে দুটি বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৩ জুন) সকালে মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয় থেকে এই বোমা উদ্ধার করা হয়।

জানা গেছে, আমতৈল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার (১৩ জুন) গভীর রাতে পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে যায়। খবর পেয়ে সকালে হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় বিদ্যালয় ভবনের বারান্দা থেকে অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার করা হয়।

স্থানীয় হেমায়েতপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই শাকিল বলেন, বোমা বিস্ফোরণের আলামত ও অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

স্থানীয়রা জানায়, আমতলা গ্রামের পরেই আলমডাঙ্গা ও মিরপুর উপজেলার অবস্থান। তিন জেলার সীমান্তবর্তী এই এলাকায় একসময় সন্ত্রাসীদের চরম দাপট ছিল। সে সকল সন্ত্রাসীরা এখন না থাকলেও তাদের অনুসারী অনেকে রয়ে গেছে। যারা এখন এলাকায় সক্রিয় কাজকর্ম চালিয়ে যাচ্ছে। এদের দিকে নজর দিলেই বোমা বিস্ফোরণ ও বোমা রাখার হোতাদের বিষয় সন্ধান পাওয়া যেতে পারে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত ১, আহত ২
মাদারীপুর থেকে পাঁচটি হাতবোমা উদ্ধার
স্ত্রীর ভয়ে বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ালেন বাংলাদেশি যুবক!
বিপিএল নিয়ে বোমা ফাটালেন কোচ হাথুরুসিংহে
X
Fresh