• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঢাকামুখী যাত্রী-পরিবহনের চাপ দৌলতদিয়া ঘাটে

মানিকগঞ্জ প্রতিনিধি

  ১২ জুন ২০১৯, ১৩:২৭

ঈদের ছুটি শেষে কর্মস্থলমুখী যাত্রীদের ঢল নেমেছে রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাটে। প্রাইভেটকার, মাইক্রোবাস, যাত্রীবাহী বাসসহ প্রায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক আজ বুধবার সকালে দৌলতদিয়া প্রান্তে আটকা পড়তে দেখা যায়।

এতে অতি গরমে ভোগান্তিতে পড়েছেন ঢাকামুখী যাত্রী ও চালকরা। সময় যত বাড়বে যাত্রী ও যানবাহনের চাপ ততই বাড়বে বলে ধারণা ঘাট কর্তৃপক্ষের।

এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি ও লঞ্চ পর্যাপ্ত থাকায় কোনো প্রকার ভোগান্তি ছাড়াই স্বস্তিতে পার হতে পারছেন যাত্রীরা। অন্যদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌঘাটও সকাল থেকে একেবারেই স্বাভাবিক রয়েছে। দক্ষিণবঙ্গ থেকে আসা গাড়ির তেমন কোনো চাপ নেই বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

ফেরিগুলো খালি থাকায় কোনো ভোগান্তি ছাড়াই পার হচ্ছেন যাত্রীরা। এছাড়া লঞ্চ ও স্পিডবোটেও তেমন চাপ নেই।