• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

হাসপাতালের পলেস্তারা খসে শিশুসহ আহত ১০

নোয়াখালী প্রতিনিধি

  ১২ জুন ২০১৯, ১১:৪৭

নোয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের পলেস্তারা খসে পড়ে সাত শিশুসহ ১০ জন আহত হয়েছে। আজ বুধবার সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। আহতদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।তাদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।

রোগীর স্বজনরা আরটিভি অনলাইনকে জানান, সকাল সাতটার দিকে বিকট শব্দে ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে সাত শিশুসহ ১০ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন অন্যান্য রোগিদের বের করে আনে। এই ঘটনায় রোগীর স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা শিশুদের হাসপাতাল থেকে অন্যত্র নিয়ে যান।

হাসপাতালের আবাসিক চিকিৎসক মহিউদ্দিন আব্দুল আজিম ঘটনার সত্যতা স্বীকার করে আরটিভি অনলাইনকে বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খলিল উল্যাহ জানান, তিনি সরকারি কাজে লক্ষ্মীপুর যাওয়ার পথে এ দুর্ঘটনার খবর পেয়েছেন। হাসপাতালের পথে রওনা হয়েছেন।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে সৌদি বাদশাহ
লক্ষ্মীপুরে তীব্র তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
তাপপ্রবাহে ‘অতি উচ্চঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ
কালিয়াকৈরে তাপদাহে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে
X
Fresh