logo
  • ঢাকা রবিবার, ২০ অক্টোবর ২০১৯, ৪ কার্তিক ১৪২৬

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী
|  ১১ জুন ২০১৯, ১৮:২১
পটুয়াখালীর রাঙ্গাবালীতে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের  মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার (১১ জুন) দুপুরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামে এ ঘটনাটি ঘটে। 

নিহত দুই ভাইয়ের মধ্যে রয়েছে ওই ইউনিয়নের ফুলখালী গ্রামের শাহীন ব্যাপারীর ছেলে সাজিম (৩) ও বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামের মনির হোসেনের ছেলে ওমর ফারুক (৪)। সম্পর্কে সাজিমের ফুপাতো ভাই ওমর ফারুক। 

এ ঘটনায় নিহত শিশুদের পরিবার ও আত্মীয়-স্বজনসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতদের পরিবার ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে নিজ ঘর থেকে সাজিম ও তার ফুফাতো ভাই ওমর ফারুক খেলাধুলা করতে বের হয়। এর পর তারা আর ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে এবং বিকেল ৩টার দিকে বাড়ির পুকুর থেকে তাদের উদ্ধার করে রাঙ্গাবালী ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। 

স্থানীয় ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম জানায়, ঈদ উপলক্ষে ওমর ফারুক তার মামাতো ভাই সাজিমের বাড়িতে পরিবারসহ বেড়াতে আসে। দুই ভাই খেলাধুলা করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়