• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভারতে আড়াই বছর কারাভোগের পর দেশে ফিরেছেন ৬ তরুণী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জুন ২০১৯, ১২:৪৮
ফাইল ছবি

ভারতে আড়াই বছর কারাভোগের পর ৬ বাংলাদেশি তরুণী দেশে ফিরেছেন। তাদেরকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

কারাভোগের পর দেশে ফিরে আসা তরুণীরা হলেন- গাইবান্ধার মুরসিদা বেগম (২১), রাবিয়া খাতুন (২৩), বাগেরহাটের নিসাত আক্তার বৃষ্টি (২০), যশোরের কল্পনা গাজী (২৫), সাথী সরদার (২২) ও রহিমা খাতুন (১৮)।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, ভালো কাজের আশায় ৩ বছর আগে এসব বাংলাদেশি তরুণীরা দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতের মুম্বাই শহরে যায়।

সাজার মেয়াদ শেষে আজ তাদের দেশে ফেরত আনা হয়। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।

আবুল বাশার বলেন, এখন তাদেরকে পরিবারের কাছে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
বিদেশি কোনো প্রভুর ইন্ধনে ভারত বিরোধিতা করছে বিএনপি : শেখ পরশ
X
Fresh