• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

কুমিল্লা প্রতিনিধি

  ১১ জুন ২০১৯, ১০:১৯

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। সোমবার গভীর রাতে উপজেলার উত্তর বিজয়পুর এলাকার হোসেনপুর-লালমতি সড়কের মিল গেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম বাপ্পী ওরফে রাজিব (২৬)। তিনি উপজেলার উত্তর রামপুর এলাকার মৃত দেলোয়ার হোসেন দেলুর ছেলে।

পুলিশের দাবি ঘটনাস্থল থেকে একটি কিরিচ, একটি রামদা ও ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিনগত রাত আড়াইটার দিকে বিজয়পুর এলাকার হোসেনপুর-লালমতি সড়কের মিল গেটের সামনে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি করে। একপর্যায়ে মাদক পাচারকারীরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় বাপ্পীকে উদ্ধার করা হয়। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমলকৃষ্ণ ধর আরটিভি অনলাইনকে জানান, নিহত বাপ্পী পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে থানায় ১১টির বেশি মামলা রয়েছে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় কিশোর নিহত
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
X
Fresh