• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মানিকগঞ্জে ড্রেজার পুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ১০ জুন ২০১৯, ১৮:৩৪

অবৈধভাবে যমুনা নদী থেকে মাটি ও বালি উত্তোলনের দায়ে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকায় একটি ড্রেজার পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (১০ জুন) দুপুর আড়াইটার দিকে তেওতা ইউনিয়নের জায়রগঞ্জ বাজার এলাকায় ড্রেজারটি পুড়িয়েছেন শিবালয়ের সহকারী কমিশনার (ভূমি) এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জাকির হোসেন।

দায়িত্বরত এই কর্মকর্তা মো. জাকির হোসেন আরটিভি অনলাইনকে বলেন, শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের জাফরগঞ্জে অবৈধভাবে নদীতে ড্রেজিং করা হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে যমুনা নদী থেকে মাটি ও বালি উত্তোলনের অপরাধে ড্রেজারটি পোড়ানোসহ পাঁচশ ফিট পাইপ ধ্বংস করা হয়েছে।

নদীর তলদেশ থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধে এ অভিযান নিয়মিত চলবে বলেও জানান এই কর্মকর্তা।

জিএ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh