• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঈদ আনন্দে বাড়তি আমেজ দিচ্ছে সিলেট-কুমিল্লার পর্যটনস্পট

আরটিভি রিপোর্ট

  ১০ জুন ২০১৯, ১৩:৩৩

ঈদ আনন্দ উপভোগ করতে পর্যটকের ঢল নেমেছে প্রকৃতি কন্যা সিলেটের জাফলংয়ে। ঈদের ঠাণ্ডা শীতল জলে গা ভাসিয়ে আনন্দ উল্লাস করছেন দেশের বিভিন্ন জায়গার হাজার হাজার পর্যটক। অন্যদিকে, প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ জেলা কুমিল্লার ঐতিহাসিক নিদর্শন ও বিনোদন কেন্দ্রগুলোতেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

সিলেটের জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি আকৃষ্ট সারা দেশের ভ্রমণপিপাসু মানুষ। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বছর জুড়েই পর্যটকদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। তবে প্রতি বছরে মতো এবার ঈদের ছুটিতে ভ্রমণপ্রেমী মানুষের ঢল নেমেছে স্বচ্ছ জলধারা ও ছোট বড় পাথরে ঘেরা সুন্দরের এ স্বর্গ রাজ্য জাফলংয়ে।

নজরকাড়া এই পর্যটন স্পটটিতে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। দর্শনার্থীরাও বেশ উচ্ছ্বাস নিয়ে ঘোরাঘুরি করছেন।

অন্যদিকে প্রাচীন ঐতিহ্যের নগরী কুমিল্লার ঐতিহাসিক নিদর্শন ও বিনোদন কেন্দ্রগুলোতেও প্রতিদিন বাড়ছে দর্শক উপস্থিতি। এখানকার ময়নামতি যাদুঘর, শালবন বিহার, পল্লী উন্নয়ন একাডেমিসহ বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে-ফিরে আনন্দ উপভোগ করেছেন নানা বয়সী মানুষ। পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন অনেকেই।

অন্যান্য বারের তুলনায় এবার লোক সমাগম বেশী হওয়ায় খুশি সংশ্লিষ্টরা।

জিএ/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেট-জাফলং মহাসড়কে ঝরল ৪ প্রাণ
X
Fresh