• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ভোগান্তি নেই শিমুলিয়া-কাঁঠালবাড়ি ঘাটে

অনলাইন ডেস্ক
  ০৯ জুন ২০১৯, ১০:২৮

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে দুই পাড়ে গতকাল শনিবারের তুলনায় আজ রোববার ঘাট আরও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ও কাঠাঁলবাড়ি ঘাট কর্তৃপক্ষ।

এছাড়া লঞ্চ ও স্পীডবোটেও তেমন কোনও চাপ নেই। এ রুটে ১৮টি ফেরি ও ৮৭টি লঞ্চ ও শতাধিক স্পীডবোট চলাচল করছে।

এ রুট দিয়ে যাতায়াত করা যাত্রীরা ভোগান্তিতে না পড়ায় স্বস্তি প্রকাশ করেছেন।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল আরটিভি অনলাইনকে জানান, সকাল থেকেই শিমুলিয়া ঘাট একেবারেই স্বাভাবিক রয়েছে। ঢাকা থেকে আসা গাড়ির কোনও চাপ নেই। ফেরিগুলো রীতিমতো খালি বসে আছে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ি ঘাটের ম্যানেজার (বাণিজ্য) আব্দুস সালাম জানান, কাঁঠালবাড়ি ঘাট সকাল থেকেই একেবারেই স্বাভাবিক রয়েছে। দক্ষিণবঙ্গ থেকে আসা গাড়ির কোনও চাপ নেই। গাড়ি পারাপার স্বাভাবিক রয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh