• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিরাজগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো সাত স্কুলছাত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৮ জুন ২০১৯, ২০:৩০

সিরাজগঞ্জ সদর উপজেলায় একই দিনে সাত স্কুলছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করেছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। শুক্রবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিয়েগুলো বন্ধ করা হয়।

প্রথমে দুপুর সাড়ে তিনটায় সিরাজগঞ্জ সদরের ছোনগাছা ইউনিয়নের পোটল ছোনগাছা গ্রামের দশম শ্রেণির ছাত্রী শারমিন সুলতানা (১৪), বিকেল পাঁচটায় টায় রতনকান্দি ইউনিয়নের ফুল বয়ড়া গ্রামের দশম শ্রেণির ছাত্রী মোছা. মহুয়া খাতুন (১৪), সন্ধ্যা ছয়টায় রতনকান্দি ইউনিয়নের রুপের বেড় গ্রামের দশম শ্রেণির ছাত্রী সুবর্ণা খাতুম মীম (১৪), সন্ধ্যা সাড়ে সাতটায় বহুলী ইউনিয়নের কদমপাল গ্রামের দশম শ্রেণির ছাত্রী তামান্না খাতুন মিশু (১৫), রাত নয়টায় শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া দক্ষিণপাড়ায় সপ্তম শ্রেণির ছাত্রী ফারজানা খাতুন (১২), রাত ১০টায় সয়দাবাদ ইউনিয়নের কড্ডা কৃষ্ণপুর ভূইয়াপাড়া গ্রামে মোছা. হোসনেয়ারা খাতুন (১৭) এবং রাত ১১ টায় রতনকান্দি ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের পঞ্চম শ্রেণির ছাত্রী মিম খাতুনের (১১) বাল্যবিবাহ বন্ধ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদরের ছোনগাছা ইউনিয়নের পোটল ছোনগাছা গ্রামে সঙ্গীয় ফোর্স নিয়ে কনের বাড়িতে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত। তখন কনের বাড়িতে কনে পোটল ছোনগাছা গ্রামের মো. আ. জলিল খানের মেয়ে শারমিন সুলতানার (১৪) সঙ্গে বর কামারখন্দ উপজেলার চালা গ্রামের আছাব উদ্দিনের ছেলে রিপন হোসেনের (২৪) বিয়ের আয়োজন চলছিল। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কাজী পালিয়ে যায়। কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। কনে অপ্রাপ্তবয়স্ক। এরপর ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে দিয়ে বর রিপন হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এরপর বিকাল পাঁচটায় সিরাজগঞ্জ সদরের রতনকান্দি ইউনিয়নের ফুলবয়ড়া এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। তখন কনের বাড়িতে কনে ফুলবয়ড়া গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে মহুয়া খাতুনের (১৪) সঙ্গে বর শ্যামপুর গ্রামের আব্দুল গণির ছেলে রায়হান আলীর (২৭) বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। এরপর ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে দিয়ে বর রায়হান আলীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এরপর সন্ধ্যা ছয়টায় সিরাজগঞ্জ সদরের রতনকান্দি ইউনিয়নের রুপেরবেড় গ্রামে কনের বাড়িতে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত। তখন কনের বাড়িতে কনে রুপেরবেড় গ্রামের গোলাম রব্বানীর মেয়ে সুবর্ণা খাতুন মীমের (১৪) সঙ্গে বর কাজীপুর উপজেলার বাঐখোলা গ্রামের মৃত শামসুল হকের ছেলে আলমগীর হোসেনের (১৪) বিয়ের আয়োজন চলছিল। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বর ও কাজী পালিয়ে যায়। কনে স্থানীয় উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। কনে অপ্রাপ্তবয়স্ক।