logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯, ৭ ভাদ্র ১৪২৬

নদীতে মিললো যুবকের গলিত মরদেহ

অনলাইন ডেস্ক
|  ০৮ জুন ২০১৯, ১১:৩২
পাবনার ভাঙ্গুড়ায় বড়াল নদী থেকে অজ্ঞাতনামা যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

bestelectronics
শনিবার (৮ জুন) সকাল আটটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা আরটিভি অনলাইনকে জানান, ভাঙ্গুড়া পৌর সদরের সরদারপাড়া এলাকায় বড়াল নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গলিত মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, মৃত যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫/২৬ বছর। পড়নে প্রিন্টের শার্ট ও জিন্স প্যান্ট রয়েছে। তার শরীরে আঘাতের কোনও চিহ্ন বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসএস

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়