• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

মাংসের হাড্ডি নিয়ে লঙ্কাকাণ্ড, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ০৭ জুন ২০১৯, ১৪:৫১

মাংস কেনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এই ঘটনায় ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

শুক্রবার সকালে উপজেলার খাঁটিহাতা ও কুট্টাপাড়া গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে খাটিঁহাতা বিশ্বরোড মোড় বাজারে মাংস কিনতে যান কুট্টাপাড়া গ্রামের ধন মিয়া। মাংস কেনার পর হাড্ডি বেশি দেওয়া নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন আরটিভি অনলাইনকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার আরটিভি অনলাইনকে জানান, সংঘর্ষের কারণে প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

জেবি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহাসড়কের পাশে পড়ে ছিল হাতির মরদেহ
মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০
সুনামগঞ্জ শহরে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
X
Fresh