সাইফুর রহিম শাহীন
০৭ জুন ২০১৯, ১৪:১৩
আপডেট : ০৭ জুন ২০১৯, ১৪:২২
আপডেট : ০৭ জুন ২০১৯, ১৪:২২
লাখো পর্যটকের ভিড়ে স্বস্তিতে কক্সবাজারের হোটেল ব্যবসায়ীরা
বিশ্বের দীর্ঘতম ও অপরূপ সৌন্দর্যের রানী কক্সবাজার সমুদ্র সৈকত। ক্লান্তি দূর আর নির্মল বিনোদনের জন্য এ সৈকতে ছুটে আসেন দেশি- বিদেশি পর্যটকরা। এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি। ঈদের দিন থেকেই পর্যটকদের আনাগোনায় মুখর কক্সবাজার। সমুদ্রের উত্তাল জলরাশিতে গা ভাসিয়ে খুশিতে মাতোয়ারা বিনোদনপ্রেমীরা।
স্থানীয় হোটেল-মোটেল ও কটেজের মালিকরা জানান, লাখো পর্যটকদের সমাগমে হোটেল ব্যবস্থায় স্বস্তি ফিরেছে। তারা আশা করছেন ঈদকে কেন্দ্র করে এবার দুই লাখের বেশি পর্যটকের ঢল নামবে।
এদিকে, পর্যটকরা যেনো আনন্দ-বিনোদন নিরাপদে উপভোগ করতে পারেন সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
ঈদের ছুটি তিন শেষ হয়ে গেলেও আগামী আরও কয়েকদিন পর্যটকদের এমন ঢল থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এমকে