• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চিরিরবন্দরের পাঁচ গ্রামে আজ ঈদ

দিনাজপুর প্রতিনিধি

  ০৬ জুন ২০১৯, ১৭:৩৭

দিনাজপুরের চিরিরবন্দরের পাঁচ গ্রামের প্রায় চার হাজার মানুষ ৩০ রোজা পূর্ণ করে বৃহস্পতিবার ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। এ নিয়ে চিরিরবন্দরে টানা তৃতীয় দিন ঈদের নামাজ অনুষ্ঠিত হলো।

উপজেলার বেশকিছু গ্রামের মানুষ সৌদির সঙ্গে মিল রেখে গেল মঙ্গলবার ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। বুধবার সারাদেশের সঙ্গে ঈদুল ফিতর পালন করেন আরও কিছু মানুষ। আর সবশেষে আজ ৩০ রোজা পূর্ণ করে পাঁচ গ্রামের প্রায় চার হাজার মানুষ ঈদ জামাতে অংশ নেন।

সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় মেরাইডাঙ্গা ঈদগাহ মাঠে। এ মাঠে ইমামতি করেন ইমাম নাজমুল হক হামদানী ও চিরিরবন্দর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইমামতি করেন ইমাম আব্দুল মান্নান। চিরিরবন্দর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইমামতি করেন ইমাম আব্দুল মান্নান।

তিনি বলেন, চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তির কারণে আমরা তারাবির নামাজ আদায় করি এবং ভোরে সাহরি খেয়ে রোজা রাখি। তাই আমরা ৩০ রোজা পূর্ণ করে ঈদের নামাজ আদায় করলাম।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেসুল ইসলাম তৃতীয় দিনের মতো ঈদের নামাজ আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোসলের পর নতুন করে অজু করতে হবে কি?
‘বোরকা পরে গেলেও মানুষ চিনে ফেলে’
ঈদের সপ্তম দিন আরটিভিতে যা দেখবেন
লঞ্চ-ট্রেন-বাসে যাত্রী চাপের মধ্যেই রাজধানীতে ফিরছে মানুষ
X
Fresh