• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বগুড়া-৬ আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৪ জুন ২০১৯, ২১:৫৭
ফাইল ছবি

বগুড়া-৬ (সদর) আসনের ২৪ জুনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সাত প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ তার কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের চিঠি হস্তান্তর করেন।

প্রতীক বরাদ্দ পেয়েছেন- বিএনপির গোলাম মো. সিরাজ (ধানের শীষ), আওয়ামী লীগের টি জামান নিকেতা (নৌকা), জাতীয় পার্টির নূরুল ইসলাম ওমর (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান (ডাব), বাংলাদেশ মুসলিম লীগের মুফতি মাওলানা রফিকুল ইসলাম (হারিকেন), স্বতন্ত্র প্রার্থী মোটর শ্রমিক নেতা সৈয়দ কবির আহম্মেদ (ট্রাক ) ও মো. মিনহাজ (আপেল)।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর মঙ্গলবারই প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। তবে ঈদের ছুটির পর তা জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

উপনির্বাচনের তফসিল অনুযায়ী, ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ২৪ জুন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বগুড়া পৌরসভার ২১ ওয়ার্ড এবং সদর উপজেলার ১১ ইউনিয়নের ১৪১ কেন্দ্রে ভোট নেয়া হবে। মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পার্টিতে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে : রওশন এরশাদ
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
X
Fresh