• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট

টাঙ্গাইল প্রতিনিধি

  ০৪ জুন ২০১৯, ১৫:২৪

ঈদের আনন্দ প্রিয়জন‌দের সঙ্গে ভাগাভা‌গি ক‌রতে রাজধানী থে‌কে নাড়ির টানে বা‌ড়ি ফির‌ছেন মানুষজন। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে প্রায় ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে গাড়ির দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার ভোর থেকে বেলা ১২টা পর্যন্ত মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপুর্ব থেকে মির্জাপুর উপজেলার পাকুল্লা পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। আটকা পড়েছে হাজারেরও বেশি যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন এ মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও চালকেরা।

যানজটের প্রতিবাদে সকালে বিক্রমহাটি এলাকায় উত্তরবঙ্গগামী যানবাহন থেকে যাত্রীরা নেমে মহাসড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। অন্যদিকে বৃষ্টির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনায় গাড়ির তীব্র জট সৃষ্টি হয়েছে। ধীরগতিতে থেমে থেমে চলছে যানবাহন।

এদিকে, ঢাকা-চট্টগ্রাম বাড়তি যানবাহনের চাপ না থাকায় স্বস্তিতে বাড়ি পৌছাতে পারছেন এ পথে চলাচলকারী ঘরমুখো মানুষ।

সিরাজগঞ্জের এক যাত্রী মহিউদ্দিন শামীম মঙ্গলবার দুপুরে আরটিভি অনলাইনকে বলেন, বিভিন্ন গণমাধ্যমে এবার ঈদযাত্রার স্বস্তির কথা শুনে ভেবেছিলাম এবার শান্তিতে বাড়ি যেতে পারবো। কিন্তু রাস্তায় নেমে গত কয়েকদিনের খবর মিথ্যা প্রমাণিত হলো। মাত্র ১৬ ঘণ্টা লাগলো ঢাকা থেকে সিরাজগঞ্জ আসতে।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৃত্যুর কারণ জানা গেল মহাসড়কে পড়ে থাকা সেই হাতির
মহাসড়কের পাশে পড়ে ছিল হাতির মরদেহ
দুই ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
X
Fresh