• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ঈদ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া ময়দান

তানভীর হায়দার, কিশোরগঞ্জ

  ০৪ জুন ২০১৯, ১২:৫৯

ঐতিহাসিক শোলাকিয়া ময়দান। কিশোরগঞ্জ ছাড়াও আশেপাশের জেলার মুসুল্লিরা এ মাঠে ঈদের নামাজ আদায় করেন। লাখো মুসুল্লির অংশগ্রহণে এবার ঈদ জামাত সম্পন্ন করতে প্রস্তুতি নিয়েছে প্রশাসন। মুসল্লিদের নিরাপত্তায় থাকছে চারস্তরের নিরাপত্তা। সঙ্গে ড্রোন ও সিসিটিভির নজরদারি। জামাতে ইমামতি করবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। জামাত শুরু হবে সকাল ১০টায়।

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মাঠের দাগ কাটা, মেহরাব, দেয়ালে চুনকাম, ওজুখানা তৈরি ও পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সার্বিক প্রস্তুতি নিচ্ছে পরিচালনা কমিটি। এ মাঠে এবার অনুষ্ঠিত হবে ১৯২তম জামায়াত। আয়োজকদের আশা এতে তিন লাখের বেশি মুসুল্লি অংশ নেবেন।

দেশ-বিদেশের সাম্প্রতিক জঙ্গি হামলার বিষয়গুলো মাথায় রেখে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। থাকছে র‌্যাব-পুলিশ ও বিজিবির টহল। নিরাপত্তাসহ ঈদ জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতির কথা জানান, ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক।

দেশ ও জাতির সমৃদ্ধি কামনার মধ্যে দিয়ে, শোলাকিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে এবারের ঈদ জামাত। এমনটাই প্রত্যাশা সবার।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের হাসপাতালগুলো প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
‘খালেদা জিয়ার মুক্তির জন্য আমি আলোচনায় বসতে প্রস্তুত’
‘ডেঙ্গু মোকাবিলায় সারাদেশে প্রস্তুত হাসপাতালগুলো’
ইসরায়েলে ইরানের হামলা : প্রভাব মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ
X
Fresh