• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

গাড়ি চলে তো চলে না

গাজীপুর প্রতিনিধি

  ০৪ জুন ২০১৯, ১০:১৭

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অত্যধিক গাড়ির চাপের কারণে ধীরগতিতে চলছে যাত্রীবাহী যানবাহন। এতে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া সকালে বৃষ্টিপাতের কারণে আরও ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঈদে ঘরে ফেরা মানুষের চাপ ও সড়কের ধারণ ক্ষমতার বেশি যানবাহন চলাচল করার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অনেকটা স্থবির হয়ে পড়েছে।

এতে ওই মহাসড়কের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস মোড়সহ বেশ কয়েকটি পয়েন্টে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার কারণে গাড়ি চালাতে বেগ পেতে হচ্ছে চালকদের। শেষ মুহূর্তে বাসে স্থান না পেয়ে অনেক যাত্রী ট্রাকসহ বিভিন্ন যানবাহন চড়ে বাড়ি যাচ্ছেন।

যানজট নিরসন ও যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। তবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনও পয়েন্টে যানজটের খবর পাওয়া যায়নি।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
ঘরে ঝুলছিল তরুণের মরদেহ
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
চলছে শিল্পী সমিতির নির্বাচন : এফডিসিতে নিরাপত্তা জোরদার
X
Fresh