• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঈদে হিলি স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

হিলি প্রতিনিধি

  ০২ জুন ২০১৯, ১৭:৫৪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ রোববার সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা সাতদিন বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিনই বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক থাকবে। এছাড়া হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি মোস্তাফিজুর রহমান জানান, ঈদুল ফিতর উপলক্ষে আজ রোববার (২ জুন) থেকে ৮ জুন (শনিবার) পর্যন্ত টানা সাতদিন বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। বন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট, হিলি কাস্টমস, বন্দরসহ সংশ্লিষ্ট সবাইকে চিঠি দিয়ে জানানো হয়েছে। আগামী ৯ জুন (রোববার) থেকে বন্দর দিয়ে আবারো আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি ফিরোজ কবির জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বন্দরের কার্যক্রম সাতদিন বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলি স্থলবন্দর দিয়ে ৭০০ টন আলু আমদানি
বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু 
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
X
Fresh