logo
  • ঢাকা রবিবার, ২০ অক্টোবর ২০১৯, ৪ কার্তিক ১৪২৬

দুর্যোগপূর্ণ আবহাওয়া, পটুয়াখালীতে নৌযান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার,পটুয়াখালী
|  ০২ জুন ২০১৯, ১৫:৪১ | আপডেট : ০২ জুন ২০১৯, ২৩:৩১
পটুয়াখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঢাকাগামী দোতলা লঞ্চসহ সকল রুটে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ। এতে বেলা ১২টার পর পটুয়াখালী থেকে কোনও রুটেই লঞ্চ ছেড়ে যায়নি। আকস্মিক লঞ্চ চলাচল বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তিতে পরেন যাত্রীরা। 

বিআইডব্লিইটিএ’র পটুয়াখালীর সহকারী পরিচালক ও নদী বন্দর কর্মকর্তা খাজা সাদেকুর রহমান বিকেল পৌনে ৩টার দিকে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পটুয়াখালী-ঢাকাসহ অভ্যন্তরীণ সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তীতে নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। 

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃষ্টি ও থেমে থেমে দমকা বাতাস বইছে। তবে দীর্ঘদিনের তাপদাহে অতিষ্ঠের পর বৃষ্টি ও দমকা বাতাসে মানুষের মধ্যে এক ধরণের স্বস্তি বিরাজ করছে।

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়