logo
  • ঢাকা বুধবার, ২১ আগস্ট ২০১৯, ৬ ভাদ্র ১৪২৬

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
|  ০২ জুন ২০১৯, ১৪:২১ | আপডেট : ০২ জুন ২০১৯, ১৪:২৬
মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের কাঁঠালবাড়ী নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। আজ রোববার সকালে ঈদে ঘরমুখো মানুষের কিছুটা চাপ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ঘাট এলাকা স্বাভাবিক হয়ে ওঠে।

bestelectronics
ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত ছোট গাড়ির কিছুটা চাপ ছিল। বেলা বাড়ার সাথে সাথে ঘাট এলাকা স্বাভাবিক হয়ে ওঠে। দুপুরের পর অনেকটাই ফাঁকা থাকতে দেখা যায় ঘাট এলাকা। এ রুটে ১৮টি ফেরি চলাচল করছে।

শিমুলিয়া-ঢাকা মহাসড়কের বাস চালকরা জানিয়েছেন, মহাসড়কে তেমন কোনো যানজট নেই। অল্প সময়ের মধ্যে তারা ঘাটে পৌছাচ্ছেন। বিগত বছরে এসময়ে যেরকম চাপ থাকে সেরকম চাপ শিমুলিয়া ঘাটে নেই। স্বাভাবিক ভাবেই যানবাহন চলাচল করছে।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। র‍্যাব, পুলিশ, কোস্টগার্ডসহ স্কাউটের কর্মীরা রয়েছেন ঘাট এলাকায়।

পি

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়