logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯, ৭ ভাদ্র ১৪২৬

সিরাজগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষ, নিহত ৮

সিরাজগঞ্জ প্রতিনিধি
|  ০২ জুন ২০১৯, ১৩:১৭ | আপডেট : ০২ জুন ২০১৯, ১৫:১৩
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোয়ালিয়ায় বাস ও লেগুনার সংঘর্ষে আটজন নিহত হয়েছেন।

bestelectronics
রোববার দুপুর ১টার দিকে  উপজেলার বোয়ালিয়া বজারের পাবনা-নগরবাড়ি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই লেগুনার যাত্রী বলে জানা গেছে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন- উল্লাপাড়ার কৃষ্ণপুর গ্রামের সবুজ (৩০) ও উপজেলার পাগলা বোয়ালিয়া এলাকার রেজাউল (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহম্মেদ জানান, ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস বাসের সঙ্গে শাহজাতপুর থেকে সিরাজগঞ্জ রোডগামী একটি লেগুলার সংঘর্ষে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়।

এসএস

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়