• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পাটুরিয়া ঘাটে বাড়ছে গাড়ির চাপ

স্টাফ রিপোর্ট মানিকগঞ্জ

  ০২ জুন ২০১৯, ১২:৪৪

আজ রোববার সকাল থেকে বৃষ্টিতে পাটুরিয়া ঘাটে গাড়ির চাপ বাড়ছে। সোয়া ৭টা থেকে আকর্ষিক বৃষ্টি হওয়ায় এক ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ ছিল। এ কারণে লঞ্চের যাত্রীরা ফেরিতে পার হয়।

পাটুরিয়া ঘাট থেকে সরাসরি জানাচ্ছেন জাহাঙ্গীর আলম বিশ্বাস।

এদিকে বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২০টি ফেরি আছে। ১৯টি ব্যবহৃত হচ্ছে। প্রয়োজন হলে অন্যটিও ব্যবহৃত হবে।

তিনি বলেন, ঈদের ছুটি পেয়ে ঘরমুখো মানুষ ছুটছে। এই কয়েকটি দিন গাড়ির চাপ থাকবে। তবে প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে ফেরি পারাপারে কোনও সমস্যা হবে না।

মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে যানজট কিংবা কোনও অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশসহ ৫ শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন আছে।

জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ঘাট এলাকায় শৌচাগার স্থাপন, নিয়ন্ত্রণ কক্ষ, মেডিক্যাল টিম, মোবাইল কোর্ট পরিচালনাসহ নানা প্রস্তুতি গ্রহণ করেছে মানিকগঞ্জ জেলা প্রশাসন। ঈদে আগে ও পরে কয়েকদিন গাড়ির চাপ একটু বেশি থাকবেই। তবে যাত্রী দুর্ভোগ নেই বলে দাবী করেন তিনি।

উল্লেখ্য, গতকাল শনিবার ঘাট ফাঁকা ছিল। তবে গত শুক্রবার ছোটগাড়ির চাপটা একটু বেশি ছিল।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh