itel
logo
  • ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২০, ২২ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৪৪ জন, আক্রান্ত ৩২০১ জন, সুস্থ হয়েছেন ৩৫২৪ জন: স্বাস্থ্য অধিদপ্তর

সুনামগঞ্জে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ৬

সুনামগঞ্জ প্রতিনিধি
|  ০২ জুন ২০১৯, ০৮:৪৯ | আপডেট : ০২ জুন ২০১৯, ১১:৫১
সুনামগঞ্জের পাথারিয়া এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।

রোববার সকাল ৬টার পর এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই জাহাঙ্গির আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাথারিয়া এলাকায় সকাল ৬টার পর বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, লিমন পরিবহনের একটি বাস দিরাইয়ে যাত্রী নামিয়ে ঢাকায় ফিরছিল। এসময় মদনপুর থেকে দিরাইগামী একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হলে দুটি যানবাহনই ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই লেগুনার চালকসহ ছয় জনের মৃত্যু হয়। এসময় আহত হন আরও তিনজন। হতাহতরা সবাই লেগুনার আরোহী।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী  বলেন, বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসার লেগুনার সংঘর্ষে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় মরদেহ  হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে।

এসএস

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৬৫৬১৮ ৭৬১৪৯ ২০৯৬
বিশ্ব ১১৫৮৪৮৭৪ ৬৫৫২২৯২ ৫৩৭৩৬২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়