• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সিলেটের জকিগঞ্জ থেকে মাদক ব্যবসায়ী আটক

সিলেট প্রতিনিধি

  ০১ জুন ২০১৯, ১৯:৫৫

সিলেটের জকিগঞ্জে ১ হাজার ৩৬৯ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

শনিবার (১ জুন) জকিগঞ্জের গঙ্গাজল গ্রামের ময়না মিয়ার বাড়ির জালাল উদ্দিনের ঘরে অভিযান চালিয়ে কামরুল হক নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। কামরুল ওই গ্রামের মৃত আবদুর নূরের ছেলে।

সে ‘মাদক সম্রাট’ বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে র‌্যাব। কামরুলের সহযোগী জালাল উদ্দিন পলাতক রয়েছে বলে জানা যায়।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন আরটিভি অনলাইনকে জানান, শনিবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর উইং কমান্ডার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে গঙ্গাজল গ্রামের ময়না মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ওই বাড়ির জালাল উদ্দিনের বসতঘর থেকে ১ হাজার ৩৬৯ বোতল ফেনসিডিলসহ কামরুল হককে আটক করা হয়। পরে উদ্ধারকৃত ফেনসিডিলসহ তাকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এ সময় তিনি আরও বলেন, সিলেটকে মাদকমুক্ত করতে প্রতিদিন অভিযান পরিচালনা করছে র‌্যাব-৯। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়। মাদক ব্যবসায়ীদের ধরতে প্রতিদিন গোপনে-প্রকাশ্যে খোঁজখবর রাখছে র‌্যাব-৯।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার, বাল্কহেডসহ আটক ১১
অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১৩ জনকে দেশে ফেরত
শাবনূরকে চিনতে না পেরে আটকে দিল পুলিশ
X
Fresh