• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে যাত্রীদের ভিড়

মাদারীপুর প্রতিনিধি

  ০১ জুন ২০১৯, ১৬:৫৮
ফাইল ছবি

ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে মাদারীপুরের কাঁঠালবাড়ী ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌরুটে। আজ শনিবার সকালে ভোরের আলো ফুটতে না ফুটতেই লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদের ভিড় দেখা গেছে।

রাজধানী ঢাকা থেকে সড়ক পথে শিমুলিয়া ফেরিঘাটে এসে লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে পদ্মা নদী পার হয়ে কাঁঠালবাড়ি আসছেন যাত্রীরা। পরে বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে নিজ নিজ গন্তব্যে ছুটছেন তারা। তবে প্রতিবার ভোগান্তি থাকলেও এবারের ঈদযাত্রায় কোন দুর্ভোগ নেই বলেও জানান যাত্রীরা।

মাদারীপুরের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার গোলক চন্দ্র বাড়ৈ জানান, প্রতিটি নৌযানে আলাদা নজরদারি রাখা হয়েছে। প্রশাসনের সহযোগিতায় যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হচ্ছে। এছাড়া নৌপথে দুর্ঘটনা রোধে তৎপর রয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।

এদিকে গত ঈদগুলোতে যাত্রীদের সুবিধার্থে পুরোনো কাওড়াকান্দি লঞ্চঘাটটি চালু থাকলেও পদ্মা সেতু নির্মাণ কাজের জন্য এবার তা এখনও বন্ধ রাখা হয়েছে। ফলে ঘাট এলাকায় যানজটের আশঙ্কা করছেন যাত্রী ও চালকরা।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হোয়াটসঅ্যাপে ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে ছবি-ভিডিও-ডকুমেন্ট
মিউজিক ভিডিওতে তোরসা
২৩ নাবিকসহ আমিরাতের আল-হামরিয়া বন্দরে ভিড়ল এমভি আবদুল্লাহ
প্লাস্টিক সার্জারি করে বিপাকে এষা
X
Fresh