logo
  • ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০১৯, ৩ অগ্রহায়ণ ১৪২৬

ঈদে ঘরমুখো মানুষের চাপ নেই পাটুরিয়া ঘাটে

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
|  ০১ জুন ২০১৯, ১৫:২৬ | আপডেট : ০১ জুন ২০১৯, ১৫:৪১
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার যানবাহন পারাপারের অন্যতম নৌ-পথ পাটুরিয়া-দৌলতদিয়া। শনিবার (১ মে) পাটুরিয়া ফেরিঘাট ঈদে ঘরমুখো মানুষের চাপ নেই। 

গতকাল ঘাটে ছোট গাড়ির চাপ থাকলেও আজ তা কমে গেছে।

ঘাট এলাকা থেকে সরাসরি জানাচ্ছেন জাহাঙ্গীর আলম বিশ্বাস।  

উল্লেখ্য, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার যানবাহন পারাপারের অন্যতম নৌপথ পাটুরিয়া-দৌলতদিয়া। স্বাভাবিক সময়ে প্রতিদিন এই নৌপথ দিয়ে প্রায় ৩ হাজার গাড়ি পার হয়। ঈদের আগে এই সংখ্যা বেড়ে হয় প্রায় দ্বিগুণ।

বর্ধিত এই গাড়ী পারপারসহ যাত্রীদের সুবিধার্থে ফেরি সংখ্যা বৃদ্ধি করা, মোবাইল কোর্ট, মেডিক্যাল টিম, সিসিটিভি ক্যামেরা, শৌচাগার স্থাপনসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ।

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়