• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ছয় ভবন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রাম প্রতিনিধি

  ০১ জুন ২০১৯, ১৪:৪৫

নগরের ছয়টি ভবনের মালিকের বিরুদ্ধে ইমারত নির্মাণ আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিশেষ আদালত।

সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরীর আদালতে গত বৃহস্পতিবার ওই ছয় ভবন মালিকের হাজিরার তারিখ ছিল।

কিন্তু তারা হাজির না হওয়ায় আদালত এসব ভবন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী বলেন, কোড না মেনে ভবন তৈরির অপরাধে নয়জন মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে সিডিএর অথরাইজড বিভাগ। বৃহস্পতিবার আদালতে এসব ভবন মালিকের হাজিরার দিন ধার্য ছিল। এর মধ্যে তিনটি ভবনের মালিক আদালতে হাজির হন।

বাকি ছয় ভবনের মালিক হাজিরা না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে ২৬ মে প্রথমবারের মতো আবছার উদ্দিন নামে এক ভবন মালিককে কারাগারে পাঠান সিডিএ’র বিশেষ আদালত। কল্পলোক আবাসিক এলাকায় ইমারত আইন লঙ্ঘন করে ভবন নির্মাণের দায়ে ওই মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে অথরাইজড বিভাগ।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার 
শিশুকে গলাকেটে হত্যা, নানা গ্রেপ্তার 
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
X
Fresh