• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বুড়িমারী স্থলবন্দরে আটকা পড়েছে শতাধিক পণ্যবোঝাই ট্রাক

লালমনিরহাট প্রতিনিধি

  ০১ জুন ২০১৯, ০৮:২১

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে অন্তত শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। ফলে বন্দর এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন বাংলাদেশি পণ্য আমদানিকারকরা। তারা দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন।

বুড়িমারী স্থলবন্দর সূত্রে জানা যায়, বন্দরের ওপারে ভারতের কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা কাস্টমস কর্তৃপক্ষ গেল ২৬ মে থেকে অনলাইন সেবা কার্যক্রম চালু করে। যে কারণে এই জটিলতার সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েন বাংলাদেশি রপ্তানিকারকরা।

বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা বাণিজ্য মন্ত্রণালয় ও কাস্টমস কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আব্দুস সালাম আরটিভি অনলাইনকে বলেন, চ্যাংরাবান্ধা কাস্টমসের সহকারী কমিশনার জরুরি সভায় কলকাতায় গেছেন। তিনি ফিরলেই এ সমস্যার সমাধান হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষ, নিহত ২
রেললাইনে উঠে গেল বাস, প্রাণে বাঁচল হাজারও যাত্রী 
সুনামগঞ্জ শহরে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
X
Fresh