• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মালয়েশিয়াগামী দুই দালালসহ আটক ৬০ রোহিঙ্গা

টেকনাফ প্রতিনিধি

  ৩১ মে ২০১৯, ১১:২৭

মালয়েশিয়া যাওয়ার সময় বঙ্গোপসাগর থেকে দুই দালালসহ ৬০ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় পাচারে ব্যবহৃত একটি ট্রলারও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে গভীর সাগর থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গাদের মধ্যে ২০ জন পুরুষ, ২৮ জন নারী ও ১০ জন শিশু রয়েছে। এ সময় দুই দালালসহ একটি ট্রলার জব্দ করা হয়।

আটককৃত দালালরা হলেন, টেকনাফের নাইক্ষ্যং পাড়ার মৃত রশিদ আহমদের ছেলে মো. জুয়েল (২৩) ও কুতুপালং পাঁচ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরের হাবিব উল্লাহর ছেলে মো. ওমর ফারুক (২৩)।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, দালালদের সহযোগিতায় কয়েকদিন ধরে জড়ো হচ্ছিলেন রোহিঙ্গারা। পরে সেন্টমার্টিন হয়ে নৌকায় করে মালয়েশিয়া যাওয়ার পথে গভীর সাগর থেকে তাদের আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গাদের নিজ নিজ ক্যাম্পে পাঠানো হয়েছে। দালালদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানা গেছে।

সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. জুসেল রানা আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুখাদ্যে অতিরিক্ত চিনির বিষয়টি ব্যাখ্যা দিলো নেসলে
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
চুয়াডাঙ্গায় অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ 
দগ্ধ শিশু লামিয়াও বেঁচে রইল না
X
Fresh