• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ, আটক ৬ ভারতীয়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ৩০ মে ২০১৯, ১৩:৪১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার সন্ধ্যা সাতটার দিকে আড়িয়ামাড়ি পেচিপাড়ার একটি আমবাগান থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, মালদা জেলার বৈষ্ণবনগনগর থানার জৈনপুর গ্রামের বাছির শেখের ছেলে দৌলত শেখ (৪২), গোধনতলা গ্রামের এনামুল শেখের ছেলে মোয়াজ্জেম শেখ (২২), হঠাৎপাড়া বাখরাবাদচর এলাকার মতিউর শেখের ছেলে তাজামুল শেখ (২৫), একই এলাকার বিরেন মণ্ডলের ছেলে বাবলু মণ্ডল (২২), শখদলপুর কুমিরাবাজার গ্রামের সন্তোষ সিংহের ছেলে বিশ্বজিত সিংহ (১৯) এবং ওই গ্রামের বিফল মণ্ডলের ছেলে বিষ্ণু সিংহ (১৯)।

গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. বাবুল উদ্দীন সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার আড়িয়ামাড়ি পেচিপাড়ার গ্রামের আব্দুল কাদেরের বাড়ির পেছনের একটি আমবাগানে অভিযান চালিয়ে ছয়জন ভারতীয় নাগরিককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৬ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
ভারতীয় গ্র্যান্ডমাস্টারকে হারালেন বাংলাদেশের ফিদে মাস্টার নীড়
ভাসানটেকে সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬, মায়ের পর মারা গেলেন মেয়েও
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৬ এপ্রিল)
X
Fresh