• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া-দৌলতদিয়ায় ব্যাপক প্রস্তুতি

মানিকগঞ্জ প্রতিনিধি

  ৩০ মে ২০১৯, ১১:২১

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ফেরি চলাচলকে স্বাভাবিক রাখতে এই নৌপথে যুক্ত হবে আরও পাঁচটি ফেরি।

এছাড়া বিকল ফেরি মেরামতের জন্য পর্যাপ্ত যন্ত্রপাতিসহ ভাসমান কারখানা ‘মধুমতি’ প্রস্তুত রয়েছে।

পাটুরিয়া-দৌলতদিয়া রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের অন্যতম রুট। ঈদ, পূজাসহ বিভিন্ন উৎসবে এ রুটে থাকে যাত্রীদের বাড়তি চাপ। তাই এবার ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিয়েছে ঘাট কর্তৃপক্ষ। এ রুটে চলাচলকারী ১৬টি ফেরির সঙ্গে যুক্ত হচ্ছে আরও পাঁচটি ফেরি। থাকছে লঞ্চ ও স্পিডবোট।

যাত্রীদের সুবিধার জন্য এরই মধ্যে পাটুরিয়া ঘাট এলাকায় স্থাপন করা হয়েছে অস্থায়ী শৌচাগার ও টিউবওয়েল। প্রাথমিক চিকিৎসার পাশাপাশি থাকছে অ্যাম্বুলেন্স সুবিধাও।

চাঁদাবাজি ও অজ্ঞান পার্টির দৌরাত্ম রুখতে কঠোর নজরদারিতে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সব মিলিয়ে সংশ্লিষ্টরা মনে করছেন প্রশাসনের আন্তরিক চেষ্টায় এবার এই নৌরুটে ঈদযাত্রা স্বস্তির হবে।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়ছে না ছুটি, ক্লাস শুরুর প্রস্তুতি
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
টাইগারদের প্রস্তুতি ক্যাম্পে গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ
বর্ষবরণ উদযাপন করল হরিরামপুর বন্ধুমঞ্চ  
X
Fresh