• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ধানের দাম নেই, প্রভাব পড়ছে ঈদ বাজারেও

আরটিভি রিপোর্ট

  ৩০ মে ২০১৯, ১১:৫৭

ধানের দাম নেই। তাই মন খারাপ ধানের রাজ্য নঁওগা ও জয়পুরহাটের কৃষকদের। সেই প্রভাব পড়েছে ঈদ বাজারেও। কেনাকাটায় পুরুষদের আগ্রহ নেই বললেই চলে। বাজারে যতটুকু ভিড় দেখা যাচ্ছে, তাও নারীদের। তাই এবার একটু মন্দাভাব দেখছেন পোশাক ব্যবসায়ীরা।

সারাদেশ জুড়েই এবার ধান নিয়ে হাহাকার চলছে। সেই হাহাকারটা একটু বেশি দেখা গেছে ধানের রাজ্য নঁওগা জেলায়। তার পাশের জেলা জয়পুরহাটের চিত্রটাও একই।

এই হাহাকারের প্রভাব পড়েছে দুই জেলার ঈদ বাজারেও। হাতে টাকা নেই, তাই পুরুষরা বাজারবিমুখ। পোশাক ব্যবসায়ীরা জমে ওঠার কোন সম্ভাবনাও দেখছেন না। তারপরও আশায় বুক বেঁধেছেন। শেষবেলায় যদি জমে ওঠে!

তবে যারা চাকরিজীবী, ব্যবসায়ী তাদের দেখা মিলছে বাজারে।

নারীদের পোষাকের দোকানে তুলনামূলক ভিড় চোখে পড়ছে। জয়পুরহাট জেলা শহরের পূর্ব বাজারের দোতলার বিশাল নারী বাজার সরগরম নারীদের উপস্থিতিতে।আবার শিশুদের আবদার রক্ষা করতে অনেকেই ঈদ বাজারে ঢুঁ মেরেছেন।

জেলা শহরের প্রসাধনসামগ্রীর দোকানগুলোতেও ভিড় করছে মেয়েরা। দোকানীরাও নিজেদের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বাহারি ঢঙে।আশায় বুক বাঁধছেন, যদি ধনের দাম কৃষকের মুখে হাসি ফোঁটায়, সেই হাসির ভাগ মিলবে দোকানীদেরও।

এস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী
সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম
জোরেশোরে চলছে কারওয়ান বাজার সরিয়ে নেওয়ার কাজ (ভিডিও)
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো
X
Fresh