spark
logo
  • ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২০, ৩১ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৩৩ জন, আক্রান্ত ৩১৬৩ জন, সুস্থ হয়েছেন ৪৯১০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

প্রাইভেটকার থামিয়ে ডাকাতির চেষ্টা, ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
|  ৩০ মে ২০১৯, ০৮:৪১ | আপডেট : ৩০ মে ২০১৯, ১১:৫৪
রাজধানীর অদূরে টঙ্গী ব্রিজে প্রাইভেটকার থামিয়ে অস্ত্রের মুখে ডাকাতিকালে র‌্যাবের টহল টিমের সঙ্গে ডাকাতদলের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এতে সন্দেহভাজন ডাকাতদলের দুই সদস্য নিহত হয়েছেন।  

বুধবার (৩০ মে) রাত সাড়ে ১২টার দিকের এ ঘটনা ঘটে। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন বলে জানা যায়। 

র‌্যাব-১ সূত্রে জানা গেছে, আহত র‌্যাব সদস্যদের মধ্যে দু’জনকে টঙ্গী হাসপাতাল ও একজনকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে। তবে নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) সারওয়ার বিন কাশেম বলেন, ঈদকে সামনে রেখে টানাপার্টি, ছিনতাইকারী ও অস্ত্রের মুখে গাড়ি থামিয়ে নগদ টাকা-পয়সা লুট ও গাড়িডাকাতি চক্র সক্রিয় হয়েছে। এজন্য নিরাপত্তায় র‌্যাব টহল জোরদার করেছে।
নিয়মিত টহলের অংশ হিসেবে আমাদের র‌্যাব-১ এর একটি টহল টিম টঙ্গী ব্রিজ এলাকায় নিয়োজিত ছিল। রাত ১২টা ২০ মিনিটের দিকে টঙ্গী ব্রিজের ঠিক নিচে একটি প্রাইভেটকার থামিয়ে অস্ত্রের মুখে ডাকাতির চেষ্টা করছিল একদল ডাকাত। চিৎকার শুনে টহল টিম ধাওয়া করলে ডাকাতদল গুলি ছোঁড়ে। র‌্যাবও নিরাপত্তার স্বার্থে গুলি ছোঁড়ে। পরে ঘটনাস্থলে র‌্যাবের টহল টিম পৌঁছার পর দু’জনের মরদেহ পায়। 

তিনি আরও বলেন, নিহত দু’জন ডাকাতদলের সন্দেহভাজন সদস্য। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, সাতটি মোবাইল, দুটি সুইচগিয়ার, ছুড়ি, গ্যাস লাইট ৬টি, গুলির খোসা জব্দ করা হয়েছে। এ ঘটনায় টঙ্গী থানায় মামলার প্রস্তুতি চলছে।

এসএস

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৯০০৫৭ ১০৩২২৭ ২৪২৪
বিশ্ব ১৩২৫৩০০৫ ৭৭২৩২১৭ ৫৭৫৮৮৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়