• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ব্যাগভর্তি জাল ডলার নিয়ে লাইবেরিয়ার নাগরিক আটক

গাজীপুর প্রতিনিধি

  ২৯ মে ২০১৯, ০৯:৩৬

গাজীপুর মহানগরের মাস্টারবাড়ী থেকে জাল ডলারসহ এক লাইবেরিয়ার নাগরিককে আটক করেছে র‌্যাব-১। মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ কোটি টাকা মূল্যের জাল ডলার উদ্ধার করা হয়।

জর্জ মেকাউ নামের ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পোড়াবাড়ি র‌্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

পোড়াবাড়ি র‌্যাবের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন আরটিভি অনলাইনকে জানান, ওই লাইবেরিয়ার নাগরিক দেশের বিভিন্ন স্থানে প্রতারণা করে মানুষকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছিল। এরই অংশ হিসেবে গতকাল মাস্টারবাড়ী এলাকায় এক ব্যাংক কর্মকর্তাকে ৩৫ কোটি টাকা মূল্যের ডলার দেওয়ার কথা বলে। সেই ডলার দেওয়ার জন্য জর্জ মেকাউ মাস্টারবাড়ী আসলে র‌্যাব তাকে আটক করে।

তিনি আরও জানান, এর আগেও জর্জ মেকাউ ওই ব্যাংক কর্মকর্তাকে চার হাজার ডলার দিয়েছিলেন।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাল আমদানি না করায় সাশ্রয়ী হয়েছে ডলার 
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৫ এপ্রিল)
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
X
Fresh