logo
  • ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯, ৫ আশ্বিন ১৪২৬

সাতক্ষীরায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
|  ২৮ মে ২০১৯, ২০:৪৯
সাতক্ষীরার দেবহাটা উপজেলার নাজিরের ঘের এলাকায় পুকুরের পানিতে ডুবে ৬ বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে এই ঘটনা ঘটে। 

নিহত শিশুরা হচ্ছে- নাজিরের ঘের এলাকার আনারুল ইসলামের মেয়ে ঐশী ও একই এলাকার সাগর হোসেনের মেয়ে মিম।

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, ওই দুই শিশু তাদের বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলা করছিল। হঠাৎ  পানিতে পড়ে যায় তারা। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের স্বজনরা পুকুরের পানি থেকে তাদের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেন।

তিনি আরও বলেন, দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়