স্টাফ রিপোর্টার, পটুয়াখালী
২৮ মে ২০১৯, ১৭:৩৮
দুস্থদের চাল চুরির অভিযোগে স্কুল কমিটির সভাপতি কারাগারে

স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জৈনকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ আলম বাদী হয়ে সদর থানায় জসিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
গতকাল মঙ্গলবার চেয়ারম্যানসহ ইউপি সদস্যরা চাল বিতরণ করতে গেলে চাল পরিমাণে কম হওয়ায় নৈশ প্রহরী ইউসুফ হাওলাদারের কাছে কৈফিয়ত চায়। একপর্যায়ে চাপের মুখে ইউসুফ স্বীকার করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জসিম হাওলাদারের চাল চুরির কথা। বিষয়টি তাৎক্ষণিকভাবে ইউপি চেয়ারম্যান মো. ফিরোজ আলম সদর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে চাল সরানোর কথা নিজের মুখে স্বীকার করেন জসিম হাওলাদার। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন এবং গ্রেপ্তারকৃত জসিম হাওলাদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এসএস