logo
  • ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২ আশ্বিন ১৪২৬

ছোট ভাইর দায়ের কোপে বড় ভাইর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
|  ২৮ মে ২০১৯, ১৩:১২ | আপডেট : ২৮ মে ২০১৯, ১৩:৪৫
পারিবারিক কলহের জের ধরে নোয়াখালীর পশ্চিম মাইজদী এলাকায় ছোট ভাইর দায়ের কোপে বড় ভাই মাহে আলম নিহত হয়েছেন। ঘাতক ছোট ভাইর নাম মো. মিজান। মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত মাহে আলম পশ্চিম মাইজদী এলাকার ওলি উল্যার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে সোমবার দুপুরে নিজেদের বাড়িতে তর্কে জড়িয়ে পড়েন নৈশপ্রহরী মো. মিজান ও তার বড় ভাই অটোরিকশা চালক মাহে আলম। একপর্যায়ে ছোট ভাই মিজান উত্তেজিত হয়ে একটি ধারালো দা দিয়ে মাহে আলমকে কুপিয়ে জখম করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ফেনী ও রাতে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পারিবারিক বিরোধের জেরে মাহে আলম খুন হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জেবি/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়