• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ধানের বস্তা মাথায় নিয়ে বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি

  ২৭ মে ২০১৯, ২২:১১

ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র খুলে লাভজনক দামে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার দাবিতে বস্তা মাথায় নিয়ে জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা কমিউনিস্ট পার্টি।

রোববার দুপুরে শহরের এক নম্বর রেলগেট থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর এক নম্বর ট্রাফিক মোড়ে এসে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তপন কুমার বর্মণ, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছাদেকুল ইসলাম প্রমুখ।

বক্তারা অবিলম্বে ইউনিয়ন পর্যায়ে ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ১০৪০ টাকা দরে ধান কেনার ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এসময় বক্তারা ‘ব্যর্থ’ কৃষিমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তারা সরাসরি ধান ক্রয়ের জন্য গাইবান্ধা প্রশাসন এখন পর্যন্ত কোনও উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বস্তায় হাত দিতেই ছোবল, প্রাণ গেল ৩ সন্তানের জননীর
২৯ মার্চ : ইতিহাসে আজকের এই দিনে
শিশু অপহরণ করে বিক্রি করতো চক্রটি
শিক্ষা-সেবা-গবেষণায় প্রাধান্য দেবে বিএসএমএমইউ : নতুন উপাচার্য
X
Fresh