• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বোমা বানাতে গিয়ে কবজি বিচ্ছিন্ন

মাদারীপুর প্রতিনিধি

  ২৭ মে ২০১৯, ২১:২৭

মাদারীপুরের কালকিনিতে বোমা বিস্ফোরিত হয়ে এক তরুণের হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার দুপুরে উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত তরুণের নাম মহিউদ্দিন (১৮)। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার লক্ষ্মীপুর এলাকার খবির উদ্দিনের ছেলে মহিউদ্দিন দুপুরের দিকে বাড়ির পাশের একটি নির্জন বাগানে বসে বোমা তৈরি করছিলেন। এ সময় একটি বোমা হঠাৎ বিস্ফোরিত হয়। এতে করে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বলেন, বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ওই তরুণের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্যামনগরে বিটুমিনের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
দাওয়াত না পেয়ে বিয়ে বাড়িতে ককটেল বিস্ফোরণ, অতঃপর....
দগ্ধ আরও একজনের মৃত্যু
X
Fresh