• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাগেরহাটে বেঙ্গল এলপিজি’র জায়গা দখল করে নিয়েছে ভূমিদস্যুরা

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৭ মে ২০১৯, ২০:৫৬

বাগেরহাটে মোংলার শেলাবুনিয়া গ্রামে রাতের আধাঁরে বেঙ্গল এলপিজি’র জমি দখল করে নিয়েছে চিহ্নিত ভূমিদস্যুরা।

শনিবার ভোরে মীর গ্রুপের পক্ষ হয়ে তিন শতাধিক দুর্বৃত্ত লোহার রড নিয়ে বাগেরহাটে বেঙ্গল এলপিজির সীমানায় প্রবেশ করে। এসময় কয়েকটি এ্যাক্সেভেটর মেশিন দিয়ে মাটি কেটে জমি দখল করেন তারা।

বেঙ্গল এলপিজির কর্মীরা জনান, নিরাপত্তা কর্মীরা বাধা দিলে তাদের মারধর করে আহত করা হয়। ঘটনার সময় থানা পুলিশকে বারবার ফোন দেয়া হলেও পুলিশ সাড়া দেয়নি। পরে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে আসে।

এছাড়াও আশপাশের কয়েকটি ঘর ও মন্দির ভেঙ্গে ফেলার অভিযোগ করেন সেখানকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে স্থানীয় উপজেলা চেয়ারম্যানকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন। স্থানীয় উপজেলা চেয়ারম্যানও জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে স্ত্রীকে মাংস কিনে খাওয়াতে না পারায় চিঠি লিখে আত্মহত্যা
X
Fresh